Trinamool নির্লজ্জতার সীমা অতিক্রম করে ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। প্রতিবাদে গর্জে উঠেছে বিরোধী দলগুলি। ইতিমধ্যেই অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস। এবার সংসদে তৃণমূল কংগ্রেসের এই অবস্থানকে স্বাগত জানালেন বাবা সাহেবের নাতি প্রকাশ আম্বেদকর। এই নিয়ে তিনি সমাজমাধ্যমে লেখেন, “আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ধন্যবাদ জানাই।
Read More: শীতের আবহে মজেছে শহর – মুখ্যমন্ত্রীর হাত দিয়েই আজ বড়দিনের উৎসবের সূচনা
তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বাবাসাহেব সম্পর্কে অপমানজনক মন্তব্যের জন্য স্বাধিকারভঙ্গের নোটিশ এনেছেন। আম্বেদকর-ইস্যুতে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান সাধুবাদযোগ্য। যাঁরা তাঁকে শ্রদ্ধা করেন এবং তাঁর কৃতিত্ব স্বীকার করেন, তাঁরা বাবাসাহেবের বিরুদ্ধে এই অবমাননাকর মন্তব্য সহ্য করবেন না।আম্বেদকর-বিরোধী মানসিকতার বিরুদ্ধে রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াই করা হবে। আমি খুশি যে ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।”

প্রসঙ্গত, বৃহস্পতিবারও আম্বেদকর মূর্তির সামনে প্রতিবাদে সামিল হন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এদিনের এই প্রতিবাদে ছিলেন সৌগত রায়, প্রতিমা মণ্ডল , নাদিমুল হক, সাজদা আহমেদ, খলিলুর রহমান প্রমুখ। বাবাসাহেব আম্বেদকরের ছবি হাতে তাঁরা প্রতিবাদ জানান। এই মর্মে সৌগত রায় বলেন, “বাবাসাহেবের অবমাননা তাঁরা মানবেন না। আমাদের এই প্রতিবাদ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মেনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অপমানজনক মন্তব্যের বিহিত চাই।” বুধবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন স্বাধিকারভঙ্গের নোটিশ দেন অমিত শাহের বিরুদ্ধে। তিনি সংবিধান ও সংসদীয় মর্যাদায় আঘাত এনেছেন বলে অভিযোগ তোলা হয়। ১৮৭ নম্বর রুলে ওই নোটিশ আনা হয়। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের পাল্টা আক্রমণ করেন তিনি। তবে এই ইস্যুতে এনডিএর শরিকদের মধ্যেই মতপার্থক্য দেখা দেয়। বিভাজন তৈরি হয় বিজেপির অন্দরেও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869727088275845485