Sixth Finance Commission তৈরি হল ষষ্ঠ অর্থ কমিশন। প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের এই কমিশন আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ পাঁচ বছর। যদিও কাজ শুরু করার ছয় মাসের মধ্যেই ষষ্ঠ অর্থ কমিশন তাদের প্রাথমিক সুপারিশ রাজ্যপালের কাছে জমা দেবে বলে জানানো হয়েছে রাজ্য অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে।
Read More: পথ দুর্ঘটনায় ডেথ অডিট বাধ্যতামূলক – বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বাস্থ্যভবন
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যসচিব ও অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও কমিশনে রয়েছেন প্রাক্তন আমলা বর্ণালী বিশ্বাস, আশিসকুমার চক্রবর্তী। এরা পঞ্চম অর্থ কমিশনেও ছিলেন। কমিশনের আরেক সদস্য হলেন রুমা মুখোপাধ্যায়। তিনিও ছিলেন পঞ্চম অর্থ কমিশনের সদস্য। অর্থ কমিশন রাজ্যের পঞ্চায়েত এবং পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করবে। পাশাপাশি বিভিন্ন খাতে রাজ্য সরকারের আয়ের কত অংশ এই স্থানীয় সংস্থাগুলি পাবে, তাও বিচার করবে কমিশন। শুধু রাজ্য সরকারের প্রদেয় অর্থ নয়, পঞ্চায়েত-পুরসভা কীভাবে নিজেদের আয় বৃদ্ধি করবে, তার রূপরেখা তৈরির দায়িত্বও পালন করবে রাজ্য অর্থ কমিশন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869688995833368585
