Christmas Festival শীতের মরশুম, আর উৎসবপ্রিয় বাঙালি। এককথায় ‘মানিকজোড়’। বড়দিন আর বর্ষবরণের আবহে প্রতিবছরই ঝলমলিয়ে ওঠে তিলোত্তমা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই উদযাপনের তোড়জোড়। বড়দিন মানেই পার্ক স্ট্রিটের আলোময় রাস্তা, অ্যালেন পার্ক। আজ অ্যালেন পার্ক থেকেই বড়দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ তারিখ থেকে শুরু হবে ধারাবাহিক অনুষ্ঠান। তবে ২৪ এবং ২৫ তারিখ জনসাধারণের জন্য অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ থেকে যথারীতি ৩০ তারিখ পর্যন্ত এক এক দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে।
Read More: ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার – নেতৃত্বে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
উল্লেখ্য, এবছর এলেন পার্কের এই অনুষ্ঠান ১৪ তম বর্ষে পা দিচ্ছে। বুধবার তথ্যসংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন গোটা প্রস্তুতি খতিয়ে দেখেন। ২০১১ সাল থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। ক্রিসমাসের সন্ধ্যায় ভিড় উপচে পড়ে পার্ক স্ট্রিটের রাস্তায়। বহু মানুষ ভিড় জমান পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে। শহরের বিভিন্ন চার্চে মানুষের সমাগম, আলোকমালায় সজ্জিত রাস্তা, খাওয়াদাওয়া আর শীতের আমেজ সব নিয়ে ক্রিসমাস হবে জমজমাট। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। এর পাশাপাশি বো ব্যারাকের গলিও সেজে উঠবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869725342287729128
