Mamata Banerjee শিল্পোন্নয়নে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলা। বুধবার রাজ্যের বুকে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটের হাতিশালায় ১৭ একর জমির ওপর গড়ে উঠেছে ৩ লক্ষ ২০ হাজার স্কোয়্যার ফুটের এই নয়া ক্যাম্পাস। চার হাজার কর্মসংস্থান হবে। বিনিয়োগের পরিমাণ ৪২৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, “আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো বাংলায় ২ হাজার একর জমির উপর তৈরি হয়েছে সিলিকন ভ্যালি। যেখানে বিনিয়োগ করা হয়েছে ২৭ হাজার কোটি টাকা। শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যেও আজকের দিনটি ঐতিহাসিক। এর ফলে কয়েক হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান তৈরি হবে।” মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়েছে। তিনি জানান, ২৫ হাজার আইটি জব তৈরি হয়েছে। ২৮টি কোম্পানি ইতিমধ্যেই ইনফোসিসে কাজ শুরু করেছে। নতুন করে কাজ শুরু করেছে আরও ৪০টি কোম্পানি।
পাশাপাশি, ১১টি কোম্পানি কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, “রাজ্যে ২২টি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে। কিন্তু যখন ক্ষমতায় এসেছিলাম তখন কোনও সুযোগ ছিল না। আমরা আসার পর সেই সুযোগ তৈরি হয়েছে। যা গর্বের।” তিনি এও জানান, “বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যথেষ্ট দক্ষ অভিজ্ঞ কর্মী রয়েছেন। তথ্য-প্রযুক্তি শিল্পের জন্য অত্যাধুনিক ইন্টারনেটের ব্যবস্থাও করা হয়েছে। শিল্পের জন্য তৈরি হয়েছে ল্যান্ড ব্যাঙ্ক। দেউচা-পাঁচামিতে কয়লা খনির উন্নতি হয়েছে।

এর ফলে বাংলায় এখন আর লোডশেডিং হয় না। আগে ২৩ ঘণ্টা করে লোডশেডিং হত। এখন একশো বছর রাজ্যে বিদ্যুতের কোনও ঘাটতি হবে না।” নাম না করে বাম জমানার ব্যর্থতাকে নিশানা করে মমতার বক্তব্য, “আগে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই নষ্ট হত ধর্মঘটের জন্য। কিন্তু বিগত ১৩ বছরে একদিনও কর্মদিবস নষ্ট হয়নি।” এর কৃতিত্ব তিনি দিয়েছেন বাংলার জনসাধারণকে। তথ্য পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে রাজ্যে ২ হাজার ২০০টি তথ্য-প্রযুক্তি সংস্থা কাজ করছে। আগামী দিনে আরও একাধিক সংস্থা বাংলায় শিল্প তৈরি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে বৃদ্ধি পেয়েছে বাংলার জিডিপি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869648314020610170