Mamata Banerjee তীব্র নিন্দার মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সংবিধানের রচয়িতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকেই অসম্মান করে বসলেন তিনি! ছাড়িয়ে গেলেন নির্লজ্জতার সব সীমা। ইতিমধ্যেই এ নিয়ে ধিক্কারের ঝড় উঠেছে দেশজুড়ে। সরব হয়েছে বিরোধীরা। তীব্র প্রতিবাদ করে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ও রাজ্যসভায় প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা। বুধবার সমাজমাধ্যেম মোদী সরকারকে একহাত নিয়ে মমতা লিখেছেন, “ওদের মুখোশ খুলে গেল৷ বিজেপির জাতপাতের রাজনীতি এবং দলিত-বিরোধী মনোভাব ফের একবার সামনে চলে এল।
Read More: ‘বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা’ – ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে জানালেন মমতা
একে ধিক্কার জানাই।” এখানেই থেমে থাকেননি তিনি। “লোকসভায় ২৪০ আসন পেয়েই এভাবে বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করছে৷ কল্পনা করুন, এরা ৪০০ আসন পেলে দেশের কী মারাত্মক ক্ষতি হত! হয়তো বাবাসাহেবের সব অবদান ভুলে গিয়ে নতুন করে ইতিহাস লিখত৷ যে দল ঘৃণা আর ধর্মান্ধতাকে তাদের নীতি করে তুলেছে, তাদের থেকে এর বেশি আর কী আশা করা যায়? যারা বাবাসাহেবের আদর্শে পথ চলেন, তাঁরা মতাদর্শে অনুপ্রাণিত হন, সেই সব লক্ষ লক্ষ লোককে অসম্মান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আমাদের দেশের সংবিধানের রচয়িতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে করা এই ধরনের আপত্তিকর মন্তব্য শুধু তাঁকেই নয়, সংবিধানের খসড়া প্রস্তুতের দায়িত্বে থাকা সবাইকে অসম্মান করা”, স্পষ্ট জানিয়েছেন নেত্রী।
মঙ্গলবার রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর৷ এতবার যদি এরা ভগবানের নাম নিত তা হলে সাতজন্ম স্বর্গবাস হত।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়ঙ্কর ঔদ্ধত্য দেখে চুপ করে থাকতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা৷ দলনেত্রীর ক্ষোভ প্রকাশের পরেই দিল্লীতে সংসদে সোচ্চার হয়ে ওঠেন তৃণমূল সাংসদরা৷ সবার আগে রাজ্যসভায় শাহর বিরুদ্ধে প্রিভিলেজ (স্বাধিকার ভঙ্গ) নোটিশ জমা দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সংসদীয় রুলের ১৮৭ ধারা অনুযায়ী এই প্রিভিলেজ নোটিশ জমা দেন তিনি৷ একইসঙ্গে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে তৃণমূল সাংসদেরা দাবি জানান, বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করার জন্য অবিলম্বে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ তাঁদের দাবি মানেননি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর৷ এর পরেই রাজ্যসভা কক্ষ থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869646431117808055