Parliamentary Norms বিতর্কের মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই সংসদীয় রীতিনীতির তোয়াক্কা করে না নানান পদক্ষেপের পথে হেঁটেছে মোদী সরকার। মঙ্গলবারও একই উদাহরণ সামনে এসেছে লোকসভায়। প্যানেল স্পিকারের ভূমিকায় থাকা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সামনেই বাংলার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ করতে থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সংসদীয় রীতি অনুযায়ী, এমন ঘটনা একেবারেই প্রত্যাশিত নয়৷ প্যানেল স্পিকার যে রাজ্যের সেই রাজ্যেরই বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এই ঘটনা সংসদীয় অসৌজন্যকেই তুলে ধরে, এমনই জানিয়েছে সংসদীয় সূত্র৷
Read More: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাক সংসদ – সংবিধানের ৭৫ বছর পূর্তিতে রাজ্যসভায় জোরালো দাবি ঋতব্রতর
সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ নিজের আসনে উঠে দাঁড়িয়ে তিনি বলেন, “হাত জোড় করে বলছি, এই ভাবে একটি রাজ্যকে বঞ্চনা করবেন না৷ যদি আমাদের রাজ্যের কোথাও অনিয়ম হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ একটি বা দুটি জায়গার জন্য গোটা রাজ্যকে কেন বঞ্চনা করা হবে? মনরেগা, আবাস যোজনার ক্ষেত্রে বাংলার ন্যায্য ১ লক্ষ কোটি টাকার পাওনা কেন আটকা রাখা হবে? এইভাবে জোর করে বাংলার মানুষের উপরে আপনাদের প্রভাব বিস্তারের চেষ্টা সফল হবে না, প্রত্যেকবারই ফল হবে ৬-০৷” সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় সদুত্তর মেলেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছ থেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869300891884650519
