Parliament সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর মঙ্গলবার রাজ্যসভায় প্রথম বক্তব্য পেশ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংবিধানের ৭৫ বছর পূর্তির আবহে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে সংসদে শ্রদ্ধা জানানোর দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। স্মরণ করলেন বিশ্বকবিকে। শুধু অসীম প্রতিভাধর কবি হিসাবেই নয়, চিন্তক, দার্শনিক এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসাবেও রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদানের কথা তুলে ধরলেন তিনি।
Read More: https://www.facebook.com/inttucwestbengalofficial/videos/598974899212972
এদিন ঋতব্রতর ভাষণের পরতে পরতে ছিল রবীন্দ্রনাথের কবিতা থেকে তাঁর আলোকময় পথপ্রদর্শনের কথা। পুরোটাই কবিগুরুর কবিতা ‘জনগণমন…’-এর মাধ্যমে ব্যাখ্যা করেন সাংসদ। স্মরণ করিয়ে দেন, ১৯১১ সালে এক রাজনৈতিক কনভেনশনে তাঁর সৃজনশীলতার মধ্যে দিয়েই আদর্শ ভারতবর্ষের প্রতিচ্ছবি তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ। বিভিন্ন জাতি-ধর্ম এবং ভাষার মানুষকে ঐক্যের সুরে মিলিত হবার মন্ত্রে দীক্ষিত করেছিলেন এই মনীষী। আপামর মানুষের মনে জাগিয়ে তুলেছিলেন চেতনা। তাই সংবিধানের ৭৫ বছর পূর্তি রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে বলেই মনে করেন সাংসদ।
Link: https://www.facebook.com/ekhonkhobor18/videos/2342063426158326