Secularism রাজ্যসভায় আরও একবার মোদী সরকারকে তীব্র নিশানায় বিঁধল তৃণমূল। “বাংলায় আসুন, দেখে যান, শিখে যান, কীভাবে ধর্মনিরপেক্ষতার ধ্বজা বহন করে পথ চলা যায়”, কেন্দ্রকে কড়া চ্যালেঞ্জ ছুঁড় এমনই বললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ পাশাপাশি তাঁর দাবি, সংসদকে কোনওভাবেই আরএসএস-র শাখায় পরিণত করতে দেবে না তৃণমূল৷ ক্রিসমাসের আগে কলকাতার বিখ্যাত কেক প্রস্তুতকারক সংস্থার উদাহরণ তুলে ধরেন ডেরেক। “এই বেকারির বাইরে লম্বা লাইন পড়ে কেক কেনার জন্য৷ যাঁরা কেক কেনেন, তাঁদের মধ্যে সব ধর্মের প্রতিনিধি থাকেন৷ যাঁরা কেক তৈরি করেন, তাঁরা কিন্তু সবাই মুসলমান৷ আগামী ৩০ এপ্রিল বাংলায় আসুন, দেখে যান জগন্নাথ মন্দিরের উদ্বোধন”, জানান তিনি।
Read More: এক দেশ এক ভোট – বিরোধীদের প্রবল চাপে বিল জেপিসিতে পাঠাতে বাধ্য হল কেন্দ্র
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে মোদী সরকারের অসাংবিধানিক পদক্ষেপের বিরুদ্ধে তোপ দেগেছেন ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷ এই প্রসঙ্গেই বিজেপি এবং মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন ডেরেক৷ “সংবিধান লাইব্রেরিতে সাজিয়ে রাখার মতো বইয়ের থেকে অনেক বড় বিষয়৷ দেশের রাস্তায় রাস্তায় জীবন্ত, নিঃশ্বাস নেওয়া একটি নথি হল সংবিধান৷ আমি আপনাদের দেশের রাস্তায় নিয়ে যেতে চাই৷ মমতা বন্দ্যোপাধ্যায়, ৩৮ শতাংশ মহিলা সাংসদদের সংসদে এনেছেন৷ আমাদেরকে বলবেন না কীভাবে মহিলাদের ক্ষমতায়ন করতে হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার গোটা দেশে আজ আদর্শ স্বরূপ, বহু রাজ্য আজ এটাকে কপি করছে৷ আপনাদের অহঙ্কার দেখুন, সংবিধান নিয়ে আলোচনা চলছে সংসদে, সেই সময়ে দুপুর ১২টায় আপনারা অসাংবিধানিক বিল নিয়ে আসছেন৷ এই সরকার একটি রাজ্যে এক দফায় ভোট করতে পারেন না, তারা কীভাবে সারা দেশে একযোগে ভোট করবে”, স্পষ্ট জানান রাজ্যসভার দলনেতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869283434587390355