BJP চব্বিশের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ফের ‘শনির দশা’ শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। লেগেই রয়েছে আভ্যন্তরীণ কোন্দল। একের পর এক কর্মীরা দল ছাড়তে শুরু করেছেন। ক্রমশ দুর্বল হচ্ছে সংগঠন। সদস্য খুঁজতেই রীতিমতো হিমশিম খাচ্ছে গেরুয়া-নেতৃত্ব। বারবার সময়সীমা বাড়লেও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হচ্ছে না। অগত্যা চাপের জেরে বিজেপি বিধায়ক, সাংসদরা যাঁকে, তাঁকে মোবাইল থেকে মিসড কল দেওয়া করাচ্ছেন! গ্রামবাংলায় আরও বেশি করে দেখা যাচ্ছে এমন অবস্থা।
Read More: মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসায় সেনা – বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র ও বাহিনীই
এই আবহেই অভিনব পথ বেছে নিতে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে। বিয়েবাড়িতে গিয়ে নববধূকে বিজেপির সদস্য করলেন তিনি। গায়ে হলুদের সময়ই হবু বধূর মোবাইল থেকে মিসড কল দিয়ে বসলেন শমীক ভট্টাচার্য। রবিবার হাওড়ার এক বাড়িতে হাজির হন তিনি। শিবপুরের সেই বাড়িতে গায়ে হলুদের সময় পাত্রী গুঞ্জরী গুপ্তকে বিজেপির সদস্য করালেন শমীক। মধ্য হাওড়ার ৩৩ নম্বর ওয়ার্ডের ২১৭ নম্বর বুথের অন্তর্গত বাড়িতে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। এই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল। পাত্রী গুঞ্জরী গুপ্ত পেশায় ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, এর আগে ১৭ নভেম্বর কামারহাটির বিয়েবাড়িতে গিয়েও নববধূকে বিজেপির সদস্য করিয়ে ছিলেন শমীক। এবার তার পুনরাবৃত্তি ঘটল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869004645521408254