পুঁজিপতিদের নেওয়া পাহাড়প্রমাণ ঋণ মকুব করতে বরাবরই সিদ্ধহস্ত মোদী সরকার। আর এর জেরেই কার্যত ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তথ্য পরিসংখ্যান তুলে দেখিয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের এহেন দেউলিয়া দশা! ২০২৪-’২৫ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ৪২ হাজার কোটি টাকারও বেশি ঋণ মকুব করা হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ঘাসফুল শিবির। যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ২০২৪-’২৫ অর্থবর্ষের প্রথম ছয় মাসে ৪২,০৩৫ কোটি টাকার ঋণ মকুব করেছে। এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পাঞ্জাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (পিএনবি) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। স্টেট ব্যাঙ্ক মকুব করেছে ৮,৩১২ কোটি টাকা। পাঞ্জাব ব্যাঙ্ক ৮,০৬১ কোটি টাকা এবং ইউনাইটেড ব্যাঙ্ক ঋণ মকুব করেছে ৬,৩৪৪ কোটি টাকার।
উল্লেখ্য, এর আগের পরিসংখ্যান দেখলেও চক্ষু চড়কগাছ হবার জোগাড়! ২০১৯-’২০ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত মোট ৬,৯৮,৯১৫ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। ২০১৯-’২০ অর্থবর্ষ থেকে অনাদায়ী সম্পদ উদ্ধার করতে ব্যর্থ কেন্দ্র। মাত্র ৫,০৪,০৩৯ কোটি টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বিগত পাঁচ বছরে। অর্থাৎ, ১,৯৪,৮৭৬ কোটি টাকা পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে ব্যাঙ্কগুলি।