Trinamool রাজ্যজুড়ে সমবায় সমিতির নির্বাচনগুলিতে অব্যাহত তৃণমূলের জয়জয়কার। গতকাল, অর্থাৎ বুধবার বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ সমবায় সমিতি, চক আঝাপুর সমবায় সমিতি এবং টেঙ্গাবেড়িয়া সমবায় সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। এদিন জামালপুরের তৃণমূল বিধায়ক অলোককুমার মাজি, ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে তৃণমূল প্রার্থীরা মনোনয়পত্র জমা দিলেও দেখা মেলেনি বিরোধীদের। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনটি সমবায় নির্বাচনের ১২টি করে আসনেই জয়লাভ করল ঘাসফুল শিবির।
Read More: কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর কুরুচিকর মন্তব্য নিয়ে আনা হবে স্বাধিকারভঙ্গের প্রস্তাব – ঘোষণা তৃণমূলের
পাশাপাশি, অন্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জামালপুর ব্লক কার্যনির্বাহী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি মণ্ডল, জামালপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস-সহ বিভিন্ন অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানরা। উল্লেখ্য, জামালপুরের সব সমবায় নির্বাচনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। “জামালপুরের কোনও নির্বাচনেই আর বিরোধীদের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্লক সভাপতি মেহমুদ খান জানিয়েছেন, জামালপুরের মানুষ যে তৃণমূল ছাড়া আর কাউকে চায় না, সেটা বিভিন্ন নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন তাঁরা। তাই কোনও সমবায় নির্বাচনেই বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন রাজ্যের মানুষের মানুষ তাতেই ভরসা রাখছেন”, জানিয়েছেন বিধায়ক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1867281410794647957
Link: