Mamata Banerjee মমতাতেই পূর্ণ আস্থা রাখছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ইন্ডিয়া জোটের নেতৃত্বের ব্যাটন উঠুক মমতার হাতেই, এমনই চান তিনি। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ার, ওয়াই এস আর কংগ্রেসের এবার লালুর মুখেও শোনা গেল একই কথা। কংগ্রেসের কোনও আপত্তি মানবেন না বলেও জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমেরর প্রশ্নের উত্তরে লালু বলেন, “কংগ্রেসের আপত্তি কোনও বিষয় নয়। আমরা মমতাকেই সমর্থন করব। ২০২৫-এ সরকার গড়ব আমরা।” মমতাকে সমর্থন করেছে উদ্ধব ঠাকরের শিব সেনাও। এদিকে, মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী করার জোরালো দাবির আবহেই দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসছেন আপ সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা যাচ্ছে, দিল্লী নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়বে আম আদমি পার্টি।
প্রসঙ্গত, গত লোকসভায় ফল ভাল হওয়ার পর খানিকটা ঘুরে দাঁড়িয়েছিল কংগ্রেস। কিন্তু দিল্লী এবং হরিয়ানা বিধানসভায় মুখ থুবড়ে পড়ার পর হাত শিবির ফের ব্যাকফুটে চলে গেল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। এমতাবস্থায় রাহুলের নেতৃত্বকে অস্বীকার করতে শুরু করেছে জোটের বাকি শরিকরা। নেতৃত্ব নিয়ে আবারও উঠেছে প্রশ্ন। অন্যদিকে, বাংলার মাটিতে বিজেপিকে বারবার হারানোর রেকর্ড রয়েছে মমতার দল তৃণমূলের। সেই কারণেই মমতাকে সামনে রেখে লড়তে চাইছে বাকি দলগুলি, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866794682828853257