Mamata Banerjee ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি ক্রমাগত বঞ্চনাসুলভ আচরণ অব্যাহত রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। বিভিন্ন ক্ষেত্রে ফের ফুটে উঠেছে বাংলার প্রতি কেন্দ্রের তাচ্ছিল্যের প্রতিচ্ছবি। তবে নিজেদের অপকর্মণ্যতা আড়াল করতে সাফাই ও অজুহাতের অভাব হয়নি মোদী সরকার তথা বিজেপির। আর এবার সংসদে দাঁড়িয়ে সেই বঞ্চনার কথা স্বীকার করে নিলেন খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান। জানালেন, ৯ মার্চ ২০২২ থেকে মনরেগা প্রকল্পে বাংলার জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র!
Link: ১০৫ মহিলাকে আর্থিক সহায়তা মমতা সরকারের – প্রত্যেকের হাতে তুলে দেওয়া হল চল্লিশ হাজার টাকা
মঙ্গলবার লোকসভায় তামিলনাড়ুর সাংসদ ভি এস মাথেশ্বরনের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। তবে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। জানিয়েছেন, চলতি আর্থিক বছরে ৫ ডিসেম্বর পর্যন্ত মনরেগা প্রকল্পের অধীনে মজুরি, উপকরণ এবং প্রশাসনিক জরুরি খরচ বাবদ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৬,৭৭৬.৯৭ কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ, মন্ত্রীর এই তথ্যেই পরিষ্কার যে, কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলার ন্যায্য প্রাপ্য মেটায়নি কেন্দ্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866766690786349234