Mamata Banerjee ফের প্রকাশ্যে এসেছে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নৃশংস চিত্র। সমবায় ভোটে হারের পর থেকেই শুরু হয়েছে তাণ্ডব।নন্দীগ্রাম থেকে কুলপি, পরপর খুন হলেন তৃণমূল কর্মীরা। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়ে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে। রবিবার তমলুক সমবায় ব্যাঙ্কের ভোটের ফলাফল প্রকাশের আগে থেকেই বিজেপি হিংসা শুরু করেছিল।
Read More: প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ – শোকপ্রকাশ মমতার
এই ঘটনার পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। এই দলে রয়েছেন সাংসদ দোলা সেন, আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। বিষ্ণুপদ মণ্ডলের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও তৃণমূল নেতা খুনে দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম ইলিয়াস হালদার এবং রউফ হোসেন হালদার।

গত রবিবার সন্ধ্যায় নামাজ পড়তে যাওয়ার সময় গাজিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য নুরউদ্দিন হালদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাঁর ভাই ইসমাইলও দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। এই ঘটনার তদন্তে নেমে সোমবার দু’জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার রাতে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামে বিজেপি কর্মীদের সশস্ত্র বাহিনী চড়াও হয় তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে। বাড়ি থেকে টেনে এনে ভোজালি দিয়ে কোপানো হয় তাঁকে। নির্মমভাবে মারধর করা হয় বিষ্ণুর দাদা বুথ সভাপতি গুরুপদ মণ্ডলকেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণুপদর। গুরুতর আহত গুরুপদকে ভর্তি করা হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866495548116910132