Nomination আসন্ন রাজ্যসভা নির্বাচনে জহর সরকারের ছেড়ে যাওয়া আসনটিতে প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। শ্রমিক সংগঠনের দায়িত্বের পর এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। তাঁর উপরই বিপুল আস্থা নেত্রী মমতার। সোমবার রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন ঋতব্রত। এদিন রাজ্য বিধানসভায় বেলা আড়াইটা নাগাদ মনোনয়ন পেশ করেন তিনি। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ আরও কয়েকজন। তার আগে বেলা বারোটা নাগাদ বিধানসভায় এসে মুখ্যসচেতক নির্মল ঘোষের ঘরে শেষ মুহূর্তের সমস্ত খুঁটিনাটি ও পেপার ওয়ার্ক সেরে ফেলেন তিনি। সুব্রত বক্সি তাঁকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান।
Read More: আচমকাই বন্ধ আইআরসিটিসির ওয়েবসাইট! – দুর্ভোগে যাত্রীরা, ফের বেআব্রু রেলের অব্যবস্থা
আর এরপর মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করে তাঁকে প্রণাম করেন ঋতব্রত। উল্লেখ্য, ঋতব্রত এই মুহূর্তে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। উত্তরের চা-বলয় থেকে শুরু করে সারা বাংলার বিভিন্ন অঞ্চলে শ্রমিক সংগঠনের কাজ দেখাশোনা করেন তিনি। তুখোড় পরিশ্রমী ও মেধাবী বলে দলে সুনাম রয়েছে তাঁর। এর আগেও রাজ্যসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
যে কোনও বিষয়ে পড়াশোনা এবং চর্চার আগ্রহ তাঁর মজ্জাগত। সব মিলিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য তিনি। সে কারণে রাজ্যসভায় তাঁর মতো সুবক্তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল নেতৃত্ব।
Link: https://x.com/Official_kiff/status/1866025076279103953