Parliament সংসদে আরও একবার মোদী সরকার তথা কেন্দ্রকে অভিযোগে বিঁধল বিরোধীরা। ক্রমাগত মূল্যবৃদ্ধি, বেকারত্ব, রাজ্যের পাওনা বঞ্চনা এবং মণিপুরে গণহত্যার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থেকে বাঁচতে ইচ্ছাকৃতভাবে রাজ্যসভার জিরো আওয়ারকে ব্যাহত করছে কেন্দ্র, এমনই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। রাজ্যসভার ১ম ঘণ্টাটিকে বলা হয় জিরো আওয়ার।
Read More: নবান্নে ফের পিএইচই-র বৈঠক – জলচুরি রুখতে কঠোর পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী মমতার
“জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপনের নোটিশ” হিসাবেও পরিচিত এটি।

প্রসঙ্গত, সাকেত জানিয়েছেন, জিরো আওয়ার হল একমাত্র সময় যখন সারা ভারতের সাংসদরা জনগণের সমস্যাগুলি উত্থাপন করতে এবং সেগুলি সংসদে তুলে ধরেন। প্রতিদিন, সরকার নিজেই জিরো আওয়ার ব্যাহত করছে এবং এটি স্থগিত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই হতবাক সাকেত মঙ্গলবারও এই একই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করলেন। কেন মোদী সরকার সাংসদদের জনগণের সমস্যা তুলে ধরতে এত ভয় পাচ্ছে, সেই প্রশ্নই তুলেছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866426053239181579