Mamata Banerjee দেশের রাজনৈতিক মহলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ। আজ, মঙ্গলবার ভোরবেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। একদা ভারতের বিদেশমন্ত্রীও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “কর্ণাটকের প্রবীণ জননেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের মৃত্যুতে শোকাহত।
Read More: জনগণের ক্ষোভ থেকে বাঁচতেই ইচ্ছাকৃতভাবে জিরো আওয়ারকে ব্যাহত করছে মোদী সরকার! – সরব বিরোধীরা
তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্য ও জাতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত ছিলেন। আমি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই”, এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
বহুদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণ। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি কাটিয়েছেন কংগ্রেসে। শেষের দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরু। ৪ বছর মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ছিলেন তিনি। আমেরিকা থেকে আইনে স্নাতক কৃষ্ণ ২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। ২০২৩ সালে জনকল্যাণ সংক্রান্ত কাজে অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন কৃষ্ণ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866427909235482871