Mamata Banerjee মঙ্গলবার দিঘায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকতশহরের নির্মীয়মাণ নতুন জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতেই তাঁর এই সফর। পাশাপাশি রয়েছে একাধিক কর্মসূচি।উল্লেখ্য, দীর্ঘদিন বাদে পূর্ব মেদিনীপুর জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পুরীর মন্দিরের আদলে দিঘায় গড়ে উঠছে জগনাথ মন্দির।
Read More: নন্দীগ্রামে নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী – কাঠগড়ায় বিজেপি, তুঙ্গে চাঞ্চল্য
তবে মন্দিরের আকার ও আয়তনে এবং সার্বিকভাবে অন্যান্য কর্মকাণ্ডে এই মন্দির ও তার সংলগ্ন চত্বর সারা দেশকে মুগ্ধ করবে মনেই মনে করছেন অনেকে।
স্বাভাবিকভাবেই এই মন্দির নির্মাণের ফলে পর্যটন মানচিত্রে দিঘা হয়ে উঠবে আরও গুরুত্বপূর্ণ। এই জেলার অর্থনৈতিক চেহারাও যে বদলে যাবে তা বলাই বাহুল্য। তৈরি হবে আরও কয়েক হাজার কর্মসংস্থান। বাড়বে ব্যবসা। হোটেল এবং পরিবহণ ব্যবসায়ীদের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে। সবদিকে কড়া নজর রেখেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই জগন্নাথ মন্দির গড়ে উঠছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866422636932477208