Rajya Sabha Election 2024 আসন্ন রাজ্যসভা নির্বাচনে জহর সরকারের ছেড়ে যাওয়া আসনটিতে প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। শ্রমিক সংগঠনের দায়িত্বের পর এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। আজ, সোমবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন তৃণমুল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় উপস্থিত থাকার কথা তাঁর। শেষ মুহূর্তের খুঁটিনাটি পরীক্ষা করে নেবেন তিনি।
Read More: সরকারি স্কুলে ঢুকে প্রধানশিক্ষককে গুলি করে খুন! – জঙ্গলরাজ ফুটে উঠল ‘ডবল ইঞ্জিন’ মধ্যপ্রদেশে
ঋতব্রতকে সহযোগিতা করবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ আরও অনেকেই। আজ বিধানসভায় আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন বিধানসভায় সম্পত্তিকর সংক্রান্ত বিষয়ে পুরসভার একটি বিল নিয়ে আলোচনার কথা রয়েছে। এসব বাংলার বাড়ি নিয়ে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শুরুর দিনেই কর্মব্যস্ত থাকবে রাজ্য বিধানসভা।
Link: https://x.com/Official_kiff/status/1866002627302981991