Bangladesh Issues সাম্প্রদায়িকতার করাল আগুনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। ইতিমধ্যেই এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের তীব্র নিন্দা করলেন তিনি। পাশাপাশি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে এপার বাংলাতেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট না হয় তা নিশ্চিত করতে রাজ্যবাসীকে আহ্বান জানান মমতা। বিধানসভায় সোমবার নিজের বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, “কোন সম্প্রদায় নয় দাঙ্গা করে সমাজবিরোধীরা।” এ রাজ্যে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ যেভাবে একই সুরে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে সরব হয়েছেন সেজন্য তাঁদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে সম্প্রীতির পরিবেশ যাতে অক্ষুন্ন থাকে সকলকে মন্তব্য করার সময় সতর্কতা অবলম্বন করার আর্জি জানিয়েছেন তিনি।
Read More: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই শুরু তৎপরতা – মহকুমা হাসপাতালে চালু হল সিটি স্ক্যান পরিষেবা
প্রসঙ্গত, এ বিষয়ে কয়েকটি গণমাধ্যম এবং রাজনৈতিক দলের ভূমিকার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুয়ো তথ্য এবং ভিডিও ছড়িয়ে পড়ছে। একটি রাজনৈতিক দল বাংলাদেশের পরিস্থিতিতে ব্যবহার করে এখানে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে চাইছে। তাদের মনে রাখতে হবে এ ধরনের আচরণে এ রাজ্যের যেরকম ক্ষতি হবে, তেমনি প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকেরা আরও সমস্যায় পড়বেন।” একই সঙ্গে তিনি জানিয়েছেন ওপার থেকে আসা নিপীড়িত মানুষকে আশ্রয় দেয়ার ব্যাপারে প্রস্তুত থাকলেও এক্ষেত্রে তিনি কেন্দ্রীয় সরকারের নীতি মেনে চলবেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন বিদেশ সচিবের দৌত্য সফল হবে বলে আশাবাদী তিনি। এদিকে সেদেশের প্রাক্তন সেনা কর্মীসহ একাংশের মানুষ যেভাবে এপার বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেওয়ার কথা বলেছেন, তাদের কড়া হুঁশিয়ারি দেন মমতা। “এরকম কোন ঘটনা ঘটলে এদেশের মানুষ চুপ করে বসে থাকবে এটা মনে করার কোন কারণ নেই। এদেশের নাগরিকরা সচেতন তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন”, জানান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866065858382242130