IRCTC মোদী-জমানায় বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র। আকছার নিত্যনিতুন বিপদ ও সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এবার বেহাল হয়ে পড়ল আইআরসিটিসির ওয়েবসাইট! সম্পূর্ণ অকেজো হয়ে রয়েছে ট্রেনের টিকিট বুকিংয়ের ওয়েবসাইট। এর ফলে টিকিট বুকিং করা যাচ্ছে না। এছাড়া কোন অভিযোগ জানানো যাচ্ছে না। সূত্রের খবর, আইআরসিটিসির ওয়েবসাইটে ডাউনটাইম চলছে। এক ঘণ্টার জন্য ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই কোনও ই-টিকিটের সুবিধা পাওয়া যাবে না।
Read More: মধ্যপ্রদেশে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস! – ব্যাহত ট্রেন চলাচল, ফের প্রশ্নের মুখে রেল
স্বাভাবিকভাবেই যাত্রীদের উদ্বেগ বাড়ছে। ওয়েবসাইট আদৌ চালু হবে কিনা, চালু হলেও তা কখন হবে এবং তখন আর তৎকালের টিকিট পাওয়া যাবে কিনা, সব নিয়েই চিন্তাগ্রস্ত তাঁরা। এমনিতেই চলতি বছর ভারতীয় রেল দুর্ঘটনা প্রায় নিয়মমাফিক হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে আবার প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত দেশবাসী। প্রশ্নের মুখে মোদীর রেলমন্ত্রক।
Link: https://x.com/Official_kiff/status/1865986893743272061