Mamata Banerjee আজ রাজভবনে ঘটতে চলেছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। সি ভি আনন্দ বোসের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার রাজভবনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হচ্ছেন দু’জন। মূলত সৌজন্যমূলক হলেও এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। যে কোনও কারণেই হোক, রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।
Read More:রাজ্যসভায় নতুন ইনিংসের প্রস্তুতি – আজ মনোনয়ন পেশ করবেন তৃণমূল প্রার্থী ঋতব্রত
প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসেই সময় কাটিয়ে দেন। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দেখা হয়েছিল কিছু মুহূর্তের জন্য। সে সময় রাজ্যপাল সরকারের বিরোধিতা করছিলেন। বিল আটকে রাখছিলেন। আবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব ছিল ঘাসফুল শিবির।
Link: https://x.com/ekhonkhobor18/status/1866041016559759567