Mamata Banerjee নয়া উদ্যোগ নিল রাজ্য। এবারবিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশ্যাল এডুকেটার পদে ২৫০০ জন শিক্ষক নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক ও নবম-দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। রাজ্য মন্ত্রিসভা এরই মধ্যে নিয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে এই বিশেষ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সাধারণ বিএড প্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশ্যাল এডুকেশনে বিএড করা থাকলে তবেই এই পদে নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। এই পদে নিযুক্ত শিক্ষকদের একাধিক স্কুলে ক্লাস করাতে হতে পারে বলে ইঙ্গিত সূত্রের।
Read More: আস্থার নাম মমতা – সরকারি সাহায্যেই বেঁচে আছে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় ধিমাল জনজাতি
প্রসঙ্গত, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলগুলিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল। যার মধ্যে অন্যতম শিক্ষকের সংট। সেই সমস্যা এবার দূরীভূত হতে চলেছে। রাজ্যে এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1865333696393601306