দ্রুত কঠোর পদক্ষেপের পথে হাঁটল রাজ্য। অতিসম্প্রতিই পানীয় জলের অপচয় রুখতে একের পর এক বিভাগীয় মন্ত্রী, আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ায় বদ্ধপরিকর রাজ্য সরকার৷ আর এই কাজে বিপত্তি ঘটাচ্ছে বেআইনি পানীয় জলের সংযোগ ও পাম্প লাগিয়ে লাইন থেকে জল নেওয়া। মমতা সাফ জানান, বেআইনি পানীয় জলের সংযোগ কোনওমতে বরদাস্ত করা হবে না৷ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই মঙ্গলবার থেকে পানীয় জলের অপচয় রোধে কড়া হাতে বেআইনি লাইন কাটার কাজ শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা।
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভার জল–বৈঠকে তথ্য তুলে ধরে বলেন, দক্ষিণ ২৪ পরগনায় ৩৮,০৭৯ জায়গায় পাইপের সমস্যা রয়েছে৷ তিনি বলেন, পুলিশ–বিডিও, প্রশাসনের কেউ বেআইনি ক্ষেত্রে কোনও আপস করবেন না। তাঁর নির্দেশের পর জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্লকে ব্লকে প্রশাসনিক কর্তারা বৈঠক শুরু করেছেন৷ সমস্ত ব্লকের তথ্য একত্রিত করে জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ এরপর সেই তথ্য ধরে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা সদলবলে বেআইনি জলের লাইন বিচ্ছিন্ন অভিযানে নামেন৷ এদিন বজবজ ১ ব্লকের বেশ কয়েকটি জায়গায় বেআইনি জলের লাইন কেটে অভিযানের কাজ শুরু করল জেলা প্রশাসন৷ পিএইচই বিভাগের জেলা কার্যনিবাহী ইঞ্জিনিয়ার বলেন, মঙ্গলবারের অভিযানে বজবজ ১ ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২টি গোডাউন, ১টি ফ্যাক্টরি ও এক আবাসনে বেআইনি পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷ তাঁর কথায়, যদি কোথাও দেখা যায় পানীয় জলের অপচয় হচ্ছে বা বেআইনিভাবে পানীয় জলের সংযোগ নেওয়া হয়েছে বা জলের লাইনে পাম্প মেশিন লাগিয়ে জল নেওয়া হচ্ছে, তাহলে সেইসব জলের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে চলবে এই অভিযান।