মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। যাত্রীবাহী ট্রেন, পণ্যবাহী ট্রেনে লাগাতার দুর্ঘটনা ঘটে চলেছে। বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থা। এবার আরও একবার ফুটে উঠল সেই অপদার্থতার প্রতিচ্ছবি। ফের ট্রেনে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। আগরতলা থেকে ব্যাঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেস লাগল আগুন।
গতকাল, অর্থাৎ মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে অসমের ধরমতুল স্টেশনের কাছে। ট্রেনের দুটি কামরায় আগুন লেগেছিল বলে জানিয়েছেন যাত্রীরা। চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। যাত্রীরা অনেকেই প্রাণ ভয়ে দৌড়োদৌড়ি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির দুটি কামরায় আগুন লাগে। ট্রেনটির ব্রেক শু থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেলকর্তারা। কিছুক্ষণ বাদেই আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে। কোন হতাহতের খবর নেই। ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মোদীর রেলমন্ত্রক।