তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই বাংলাকে আরও শিল্পবান্ধব করে তোলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই নানান পদক্ষেপ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন সরকার। ফের বঙ্গের শিল্প-আঙিনা সাক্ষী হতে চলেছে এক নতুন দিগন্তের। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে আসতে চলেছে বিপুল বিদেশি লগ্নি। বাংলায় পা রাখছে দুই ব্রিটিশ তথ্য-প্রযুক্তি সংস্থা। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে সেই মর্মে বৈঠক হয় সোমবার। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছে ব্রিটিশ প্রতিনিধি দল। বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন সেই দলের সদস্যরা। মঙ্গলবার তাঁরা ঘুরে দেখেন বাংলার শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে রয়েছেন লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও। কলকাতার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, রেডক ও প্রেফারি নামে দুই সংস্থা বাংলায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই লগ্নির ফলে রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যক্ষ ছয় শতাধিক কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। রাজ্যের কাজ দেখে ব্রিটিশ শিল্পপতি তথা লগ্নিকারীরা খুশি। রাজ্যের তরফে সমস্তরকমের সহযোগিতা করা হবে। রাজ্যে শিল্প পরিকাঠামো এখন অনেক উন্নত। বাংলায় রয়েছেন প্রচুর দক্ষ কর্মী। কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা এখানে কম। ফলত অনুকূল পরিবেশে তাঁরা লগ্নি করতে উৎসাহী। বাবুল আরও জানান, ব্রিটিশ প্রতিনিধি দলটি সোমবার সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম ও টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখে। বিনিয়োগে ইচ্ছুক রেডকের প্রতিনিধি সূর্যপ্রতিম মুখোপাধ্যায়। “জানুয়ারি থেকে কলকাতার দফতর চালু করছি আমরা। আগামী বছর জুনের মধ্যে ৫৬০-৫৮০ জন কর্মী নিয়োগ হবে। প্রেফারির জিএম সৌরভ সেনগুপ্ত বলেন, আমরা কলকাতার দফতর চালু করব নতুন বছরেই। ৪০-৪৫ জন কর্মী নিয়োগ করা হবে সেখানে। পরে সংখ্যাটা আরও বাড়ানো হবে”, জানিয়েছেন তিনি।