আরও একবার বেআব্রু হয়ে উঠল রেলের চূড়ান্ত অব্যবস্থার চিত্র। মঙ্গলবার ঝাড়খণ্ডে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন আসছে জেনেও বন্ধ করা হল না লেভেল ক্রসিং গেট! সরাসরি ট্রেনে গিয়ে ধাক্কা মারল ট্রাক। লাইনচ্যুত হল যাত্রীবোঝাই ট্রেন। উপড়ে গেল খুঁটি। একের পর দুর্ঘটনার পরেও শিক্ষা নেয়নি মোদীর রেলমন্ত্রক। বরাতজোরে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা। এদিন সকালে ঝাড়খণ্ডের কুমারবাদ স্টেশন ছাড়ার পরই ঘটে দুর্ঘটনা।
প্রসঙ্গত, রেলগেট খোলা থাকায় ঢুকে পড়ে ট্রাক। তখনই যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। একেবারে ট্রেনে গিয়ে ধাক্কা মারে ট্রাকটি। কেঁপে ওঠে ট্রেনের বগি। ছিটকে পড়ে ট্রাক। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে। ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে আসনসোল ডাউন লাইনের ট্রেন চলাচল। ফলে নাকাল হতে হয় যাত্রীদের। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। ট্রেন আসছে জেনেও কেন বন্ধ হল না রেলগেট? রেলের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।