নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই বিভিন্ন বাজারগুলিতে হানা দিয়েছে টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার ফের কলকাতার বাজারে পৌঁছে গেল তারা। এদিন মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, বিক্রেতাদের মনে করিয়ে দেওয়া হয় সে কথা।
প্রসঙ্গত, প্রতি বছরই উৎসবের মরসুম শেষ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। দাম নিয়ন্ত্রণে রাখতে এদিন সকালে মানিকতলা বাজারে পৌঁছে যান টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যে জিনিসের দাম বেশি, সে বিষয়ে রীতিমতো সতর্ক করা হয় বিক্রেতাদের। কেন দাম বেশি, লে কথাও জানার চেষ্টা করেন তারা। বিক্রেতারা জানান, জোগান কম থাকায় দাম একটু বেশি। কিন্তু তাঁদেরও যে বেশি দামে জিনিস কিনতে হচ্ছে, সে কথাও জানান তাঁরা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাঝখান দিয়ে টাকা কামাচ্ছে বলে অভিযোগ করেন তারা।