মোদী সরকারের ক্রমাগত তাচ্ছিল্য ও বঞ্চনা সত্ত্বেও থেমে থাকেনি কাজ। বাংলার গরিব মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করতে চেষ্টার ত্রুটি রাখছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যেই বাংলার আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। নির্ধারিত সময়ের তুলনায় আরও তিন দিন বেশি সময় দেওয়া হল। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে সেই অতিরিক্ত তিন দিন সময়। ২০ তারিখের পরিবর্তে ২৩ ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর শেষ করার কথা ছিল। সে জায়গায় তা শেষ হয়েছে সোমবার ১৮ নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়াই কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিনদিন সময় দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে তার আগেই তিনটি স্তরে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, গ্রাম সভা, ব্লক স্তরের কমিটি ও জেলা স্তরে কমিটি, এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে তার মীমাংসা ও করতে হবে বলে প্রত্যেক জেলাকে পঞ্চায়েত দফতররের তরফে নির্দেশ দিয়েছে রাজ্য।