আরও একবার বিজেপির নির্লজ্জ মিথ্যাচারের সাক্ষী রইল বাংলা। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনা প্রকাশ্যে আসে। এক বিজেপি কর্মী সুজিত মিশ্র সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করেন, তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপালচন্দ্র বেরা নাকি বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় জেলাজুড়ে। নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দাবি করা হয় যে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য। এবার সেই দাবি উড়িয়ে দিলেন খোদ গোপালচন্দ্র বেরা। সাফ জানালেন, কোনওদিন বিজেপিতে যোগ দেননি তিনি। তার ছবি এডিট করে এই মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের দারস্থ হয়েছেন তিনি।
প্রসঙ্গত, বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির পর থেকে ক্রমশই প্রকট হয়ে উঠেছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা। নতুন সদস্য সংগ্রহ করতে গিয়ে ঘুম উড়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বের। সেজন্য প্রায়শই বিভিন্ন ফন্দির আশ্রয় নিতে হচ্ছে তাদের। যার মধ্যে অন্যতম হল এমন ভুয়ো খবর ছড়ানো। এদিন গোপালচন্দ্র বেরা স্পষ্টতই বলেন, “ওটা ফেক ছবি। ছবি এডিট করে মিথ্যা দাবি করছে বিজেপি। ফোন নম্বরটাও ভুল। আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দলীয় নেতৃত্বকেও আমি এ ব্যাপারে সব জানিয়েছি। তাঁরা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।” সাংবাদিক সম্মেলন করে গোপালের পাশে দাঁড়িয়েছেন এগরা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সত্য চক্রবর্তী।