বাকি নেই আর ২৪ ঘণ্টাও। বুধবার, অর্থাৎ আগামীকালই রাজ্যের ছ’টি কেন্দ্রের উপনির্বাচন। সোমবারই ছিল শেষ প্রচার। শেষ লগ্নেও প্রচারে খামতি রাখল না তৃণমূল কংগ্রেসের। সিতাইয়ের সঙ্গীতা রায়, মাদারিহাটের জয়প্রকাশ টোপ্পো, মেদিনীপুরের সুজয় হাজরা, নৈহাটির সনৎ দে, হাড়োয়ার রবিউল ইসলাম ও বাঁকুড়ার ফাল্গুনি সিংহ বাবু, এই ৬ তৃণমূল প্রার্থীকে কেন্দ্র করে প্রথমদিন থেকেই ছিল চরমে ছিল জনসাধারণের উত্তেজনা। নির্বাচনের দিন যত এগিয়েছে, ততই মিছিল, মিটিং, সভা, সবক’টি জায়গায় মানুষের ভিড় বেড়েছে।
মঙ্গলবার শেষ দিনের প্রচারে উত্তরে মাদারিহাট এবং সীতাইয়ে দলীয় প্রার্থীদের প্রচারে আসেন সাংসদ ইউসুফ পাঠান। মেদিনীপুরে দলীয় প্রার্থী সুজয় হাজরাকে নিয়ে প্রচারে নামেন সাংসদ সায়নী ঘোষ, মন্ত্রী মানস ভুঁইয়া-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়ার তালডাংরাতেও প্রচারে ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী। নৈহাটিতেও জোরকদমে চলল প্রচারে। হাড়োয়ায় প্রার্থী রবিউল ইসলামকে নিয়ে প্রচারে ছিলেন মন্ত্রী সুজিত বসু। রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখেই মানুষের দোরে দোরে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। ৬ কেন্দ্রেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।