শোকের ছায়া নেমে বাংলার নাট্য ও চলচ্চিত্রমহলে। প্রয়াত হলেন বর্ষীয়ান নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র। আজ, মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি ছিলেন কিছুদিন ধরে। অবস্থা ছিল সংকটজনক ছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। মনোজ মিত্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্র’র প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই”, নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষিরা জেলার ধূলিহর গ্রামে জন্ম মনোজ মিত্রের। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতক হন তিনি। এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ করেন। ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেছিলেন। ১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু মনোজ মিত্রর। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন। নাট্যগোষ্ঠী ‘সুন্দরম’-এর প্রতিষ্ঠাতাও মনোজ মিত্র। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও সমান খ্যাতি অর্জন করেন এই কিংবদন্তি অভিনেতা। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। যদিও শেষরক্ষা করতে পারলেন না চিকিৎসকরা। চিরঘুমের দেশে পাড়ি দিলেন ‘বাঞ্ছারাম’।