জননেতা তিনি। জনসাধারণের কাছের মানুষ, কাজের মানুষ। আমজনতার বিপদে-আপদে বারবারই মুশকিল আসান হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। যা বাংলার রাজনীতিতে নজির হয়ে রইল। মুর্শিদাবাদের বড়ঞার ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে দাঁড়ালেন অভিষেক। তাঁর চিকিৎসার খরচ তিনি তুলে দিলেন স্থানীয় দলীয় নেতৃত্বের মাধ্যমে।
প্রসঙ্গত, বড়ঞার মাজিয়ারা গ্রামের পঙ্কজ ঘোষকে নিয়ে সমস্যায় পড়েছিল তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ফলত তৈরি হয়েছিল আর্থিক সংকট। পঙ্কজ ঘোষের স্ত্রী নিয়তি ঘোষের মৃত্যুর পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই সময়েই কার্যত মসীহা হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিষেক। তিনি স্থানীয় তৃণমূল নেতাদের মাধ্যমে পাঠালেন আর্থিক সাহায্য। বড়ঞার তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক সাহায্য পৌঁছে যায় ঘোষ পরিবারের কাছে। নগদ অর্থ এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সাহায্য পেয়ে চোখে আবেগের অশ্রুতে ভরে ওঠে ৬৫ বছর বয়সী ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের চোখ। অভিষেককে অকুণ্ঠ ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।