সম্প্রতি বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার শতাব্দীপ্রাচীন তিন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের প্রধানেরা সমর্থন জানিয়েছেন নৈহাটি উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে’কে। এরপরই বাংলার তিন প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান ক্লাবকে ব্যান করার দাবি তুলেছেন শুভেন্দু। এবার এহেন কথার সপাট জবাব দিয়ে শুভেন্দুর মুখে কার্যত ঝামা ঘষে দিলেন তিন প্রধান তিন ক্লাবের সমর্থকরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার শুভেন্দুর দাবির প্রতিবাদে নৈহাটিতে পথে নামল ইস্ট-মোহন-মহমেডান সমর্থককুল। ক্লাবের জার্সি পরে এদিন নৈহাটি পৌরসভা সামনে বিক্ষোভ দেখান তাঁরা। শুভেন্দুর কুশপুতুলও পোড়ানো হয়। তিন দলের সমর্থকদের দাবি, বাংলার ফুটবলকে অপমান করছেন বাংলার বিরোধী নেতারা। সমর্থকদের মতে, বাংলার ফুটবলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করেছে, তার আগে কোনওদিনই তেমনটা করেনি কেউ।