আর মাত্র পাঁচ দিন। তারপর রাজ্যের ছয়টি কেন্দ্রে উপনির্বাচন। ভোটের আবহে সরগরম রাজ্য-রাজনীতি। চলছে শেষ পর্বের প্রচার। জনসংযোগে জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থীরা। আর জনতাও আস্থা রাখছেন তাঁদের উপরেই। বৃহস্পতিবার সাতপাটি গ্রাম পঞ্চায়েতে প্রচার সারলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। এলাকাবাসীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাঁর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন বয়স্ক মহিলারা। সেই সঙ্গে নির্বাচনে তাঁর সাফল্যের জন্য প্রার্থনাও করেছেন।
এদিন এলাকা পরিদর্শনের সময় সুজয় হাজরা কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। কার কী সমস্যা আছে, জানতে চান। এছাড়া এলাকার কোথায় কী সমস্যা আছে, তারও খবর নেন। সেই সঙ্গে সমস্যাগুলির সমাধান এবং উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। সাতপাটির মানুষদের কাছ থেকে এই আশীর্বাদ ও অনুপ্রেরণা স্বাভাবিকভাবেই আরও আত্মবিশ্বাস বাড়িয়েছে ঘাসফুল শিবিরের। জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত তারা।