প্রাকৃতিক গ্যাসের উৎপাদনে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল কলকাতা পুরসভা। এবার ধাপার মাঠে বায়ো সিএনজি প্ল্যান্ট সম্প্রসারণ করার কথা ঘোষণা করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। ধাপায় জঞ্জাল থেকে বায়ো সিএনজি গ্যাস উৎপাদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে, প্রক্রিয়াটি ঠিক কতটা কার্যকর। এবার এই প্রক্রিয়াকেই মান্যতা দিতে চাইছে কলকাতা পুরসভা। একটি বায়ো সিএনজি প্ল্যান্ট বানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়িত করতে পারলে দূষণ অনেকটা কমবে। তাছাড়া অনেকাংশেই বাড়বে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন। ইতিমধ্যেই বাংলা জুড়ে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। শীতকালে বাতাসে দূষণের মাত্রা অনেকটকাই বাড়ে। অতএব বায়ুদূষণ কমাতে বিকল্প পথ ভাবতেই হয়েছে। বুধবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকের পর বায়ো সিএনজি প্ল্যান্ট বানানোর কথা জানিয়েছেন ফিরহাদ।
প্রসঙ্গত, বিগত ২০২২ সালে ধাপায় বায়ো সিএনজি প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছিল। দৈনিক ১৬০ কিলোগ্রাম গ্যাস তৈরি হচ্ছে সেখানে। তবে সেটা দিয়ে এত বড় শহরের চাহিদা মেটানো কার্যত অসম্ভব। তাই সেখানে কলকাতা পুরসভা বড় মাপের বায়ো সিএনজি প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে। ধাপায় প্ল্যাটটি বানানোর জায়গা চিহ্নিত করা হয়েছে। বায়ো গ্যাস বা প্রাকৃতিক গ্যাস তৈরির ক্ষমতা বাড়াতে সবরকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। মেয়র এই মর্মে জানান, পরীক্ষামূলকভাবে বায়ো গ্যাস তৈরি হচ্ছিল। কলকাতা পুরসভার কয়েকটি গাড়ি সেই গ্যাসে চলছে। এখন মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধাপায় নতুন বায়ো গ্যাসের প্ল্যান্টের জন্য দ্রুত টেন্ডার ডাকা হবে। এমনটা হলে পরিবেশ অনেকাংশে রক্ষা পাবে এবং আবর্জনার পরিমাণ কমবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।