রাজ্যজুড়ে ছটপুজো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পুজোর দিন রাজ্যের তরফে ঘাটগুলি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয় প্রশাসন এবং দলের প্রতিনিধিদের। বৃহস্পতিবার ছটঘাট পরিদর্শনের পাশাপাশি সেখানে মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমর্থনে প্রচার সারলেন সাংসদ প্রকাশ চিক বরাইক।
এদিন ডুয়ার্সের নদীর ঘাটে পৌঁছে সেখানকার সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন সাংসদ। ঘাটের নিরাপত্তা, আলোর ব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর সেখানে মাদারিহাট বিধানসভা আসনে অনুষ্ঠিত আসন্ন উপনির্বাচন নিয়ে আগত মানুষের কাছে দলীয় প্রার্থী জয়প্রকাশ টপ্পোর জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। আগামী দিনে এই আসনে তৃণমূল জিতলে স্থানীয় মানুষের উন্নয়নের আশা যে পূরণ হবে, তা সকলকে জানান প্রকাশ। তাঁর আবেদনে সাড়া দেন ঘাটে আসা সাধারণ মানুষ। বলেন, তৃণমূল প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাঁরা।