আর জি কর কাণ্ডে আরও একবার প্রকাশ্যে এল পরিকল্পিত মিথ্যাচারের ছবি। ফের পর্দাফাঁস হল ‘রক্ত’মাখা গ্লাভসের কাহিনির! বুধবার জানা গেল, যে গ্লাভসের কথা তুলে জুনিয়র ডাক্তাররা শোরগোল তৈরি করেছিলেন, সেই ব্যাচের গ্লাভস বরাতই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার জানিয়েছেন, অর্ডার দেওয়া ব্যাচ নম্বরের সঙ্গে তথাকথিত ‘রক্ত’মাখা (আদতে রাসায়নিক) গ্লাভসের ব্যাচ নম্বরও আলাদা। তিনি বলেন, বরাত দেওয়া হয়েছিল ২৪০৭০০৭ নম্বরের ব্যাচ। অথচ যা এসেছে তার ব্যাচ নম্বর ২৪০৬০০৬।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কী করে সম্ভব? এই ব্যাচ নম্বরের গ্লাভস সরবরাহ হল কী করে তদন্ত কমিটি খতিয়ে দেখছে। সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, “আমাদের কাছে এই গ্লাভসের কোনও রিসিভ কপিও নেই।” ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও। “কোথা থেকে এল এই গ্লাভস? রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষকে বদনাম করার জন্য এবং আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা এই কাজ করেছে। যারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। এত বড় ঘটনা কারা ঘটাল? কুণালের সংযোজন, যারা অভিযোগ করল তারা এই গ্লাভস কোথা থেকে পেল? তাদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত”, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানিয়েছেন তিনি।