মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানান বিতর্কের সূত্রপাত হয়েছে রেলকে কেন্দ্র করে। প্রশ্নের সম্মুখীন হয়েছে যাত্রীসুরক্ষা। এই কয়েক বছরে একাধিক মর্মান্তিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। তবুও তাতে তিলমাত্র হেলদোল নেই মোদী সরকারের। ফের প্রকট হয়ে উঠল অব্যবস্থার চিত্র।
গতকাল, অর্থাৎ বুধবার মহারাষ্ট্রের থানেতে বুধবার ট্রেনের একটি ইঞ্জিন কাসারা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ঘটনার পরেই কেন্দ্রীয় রেল তরফে জানানো হয় মেল বা এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করছেন, তাঁদের পৌঁছতে দেরি হবে। কারণ, ট্রেনও পৌঁছবে দেরিতে। তবে মোদী-জমানায় ‘ট্রেন লেট’ কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।