প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের সংখ্যা। কালীপুজোয় তাঁর কথা ও সুরে নতুন শ্যামাসঙ্গীত বেজেছে বাংলার মণ্ডপে মণ্ডপে। ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে নতুন গান বেঁধেছেন তিনি। আর এবার ছটপুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রকাশিত হতে চলেছে। বিহার, উত্তর প্রদেশ সহ-দেশের একটি বড় অংশের মানুষের কাছে এই ছট উৎসব অন্যতম জনপ্রিয় পরব। ‘পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের’ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এই গানের কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই গান ছট উৎসবের সময় শোনা যাবে। গানটি তাঁর ফেসবুক পেজেও আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “ছট পুজো উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভকামনা। আমি কাল এর জন্য একটি গানও লিখেছি। এই গানের কথা আমার। যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইছি। তবে… এটি করেছি। বানিয়েছি একটি গান ছটি মায়ের জন্য। আপনারা কাল ঘাটে গিয়ে (পুজোর সময়) শুনতে পাবেন, আমাদের পুলিশ এগুলোকে লাগিয়ে দেবে। আমি পেনড্রাইভ দিয়ে দিয়েছি। কাল আমার ফেসবুকে দেখা যাবে।” এদিন বড় বাজার ও পোস্তা বাজারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনেকেই এমন আছেন যাঁরা কাজ ফেলে রাখেন, তবে কিন্তু আমি কাজ ফেলে রাখা পছন্দ করি না। মন থেকে কাজ করার কথা। এখানে আমি ভোটের কথা বলতে আসিনি, যখন প্রয়োজন হয়, তখন তো কাউকে পাননা। কিন্তু আমাদের পাবেন ৩৬৫ দিন কাকের মতো। কোকিল আসবে…কুহু কুহু করে চলে যাবে। কিন্তু কাক রোজ আসবে। তার ডাক পছন্দ নাও হতে পারে। তবে রোজ আসে সে।” এর পাশাপাশি সম্প্রীতির বার্তাও দেন মমতা। “বাংলা… তো পুরো মিনি ইন্ডিয়া। বাংলাকে নিজের ঘর ভাবুন, তাহলেই আপন করতে পারবেন”, বলেন তিনি।