এখনও সেভাবে উত্তুরে হাওয়ার প্রভাব দেখা যায়নি শহরজুড়ে। শীতের অপেক্ষায় দিন গুনছে কলকাতাবাসী। আবহবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আপাতত থমকে রয়েছে শীত। তবে গরমের সেই প্রকোপ এখন নেই। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ২৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শহরের কোনও কোনও অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কলকাতায়।
অন্যদিকে, হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল এই তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি ও ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, শহরে বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত শূন্য বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।