দেশের সঙ্গীতমহলে নেমে এল শোকের ছায়া। চিরঘুমের দেশে পাড়ি দিলেন লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। গত ২৫ অক্টোবর থেকে দিল্লীর এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “তাঁর সুরেলা কণ্ঠের কারণে ‘বিহার কোকিলা’ নামেও তিনি পরিচিত, ভোজপুরি, মৈথিলি এবং মাগধী ভাষায় তাঁর গানগুলি সর্বদা আমাদের স্মরণে থাকবে। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই”, এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
Link: https://x.com/MamataOfficial/status/1854051400642159095?t=I8aFX-Y624Q-Egn5ldY6SQ&s=19
প্রসঙ্গত, বিহারের খ্যাতনামা গায়িকা সারদা সিনহা। মৈথিলী, ভোজপুরি, মগধী-সহ বিভিন্ন ভাষায় একাধিক গান গেয়েছেন। তাঁর গাওয়া ছট পুজোর গান দারুণ জনপ্রিয়। এছাড়াও ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন-সহ একাধিক ছবিতে প্লে ব্যাক করেছেন তিনি। গত সোমবার সন্ধে থেকেই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধের পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিল্পীকে রাখা হয় ভেন্টিলেটরে। মঙ্গলবার সন্ধেয় প্রথমে শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। শিল্পীর পুত্র অংশুমান জানান, “মা ভেন্টিলেটরে রয়েছেন. গুজবে কান দেবেন না।” তার কিছু পরেই অবশ্য না মৃত্যুর কোলে ঢলে পড়েন লোকশিল্পী। স্বামী ব্রজ কিশোর সিনহাকে কিছুদিন আগেই হারিয়েছিলেন সারদা। এবছরের শুরুর দিকে ৫৪ তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালনও করেছিলেন তাঁরা।