কার্যত দোরগোড়ায় বিধানসভা উপনির্বাচন। ছয়টি কেন্দ্রে ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচার ও জনসংযোগে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। সোমবার প্রচার সারলেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতে একাধিক কর্মীসভা করেছেন। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অন্যদিকে, প্রচারে অনেকটাই নিষ্প্রভ বিজেপি। হেরে যাওয়ার পরে রাজনৈতিক প্রচার কর্মসূচীতে সেভাবে আর দেখা যাচ্ছে না বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে। তাঁর বাড়ির এলাকা ভেটাগুড়িতে দাপিয়ে প্রচার করল তৃণমূল। উদয়ন গুহ বলেন, “রেকর্ড ভোটে জয়ী হবেন সঙ্গীতা রায়। তৃণমূল কংগ্রেসের সব নেতারা একসঙ্গে দল বেঁধে নেমেছেন প্রচারে। এদিন পার্থপ্রতিম রায় বলেন, প্রতি সভায় যেভাবে ভিড় হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের তাতেই স্পষ্ট উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস।”
এদিন সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার নগর মন্ডল বাজারে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে নির্বাচনী সভা হয়। সিতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়কে জেতাতে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার শাকদল জীবনানন্দ পাঠাগার মাঠেও হয় সভা। এছাড়া আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাউয়াবাড়ী বুথ ও পূর্ব কোনাচাত্রা বুথে নির্বাচনী কর্মী সভা করেন দলের যুব নেতারা। সিতাই বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় সমর্থনে গোসানীমারি ১ অঞ্চলে ফুলবাড়ী বুথে কর্মিসভায় ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা তৃনমুল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি পরেশ চন্দ্র বর্মন। প্রার্থীর সমর্থনে ওকড়াবাড়ি অঞ্চলের দিগলটারি এলাকায় কোচবিহারের তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জনসংযোগে অংশ নেন।