তড়িঘড়ি পদক্ষেপের পথে হেঁটেছে পুলিশ। ফালাকাটাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা। গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় অভিযুক্তকে। এবার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ধনীরামপুর গ্রামপঞ্চায়েতে নির্যাতিতা শিশুকন্যার বাড়িতে গেলেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক। এদিন প্রকাশ চিক বড়াইকের সাথে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস-সহ তৃণমূল নেতারা। এদিন সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার পরিবার। সাংসদ প্রকাশ চিক বরাইক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দোষীদের কঠোর শাস্তি দাবি তোলেন তিনি।
পাশাপাশি, পুলিশ ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশ। বিজেপির এই ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টাকে ধিক্কার জানান প্রকাশ। তিনি বলেন, “এই দুঃখের পরিবেশে বিজেপি নেতারা রাজনীতি করতে এসেছিলেন। আমরা এখানে এসেছি মানবিকতার খাতিরে। ওই নিষ্পাপ শিশুকন্যা যেন সঠিক বিচার পায় সেই পথে আমাদের সবাইকে হাঁটতে হবে। আদালতের ওপর আমাদের ভরসা আছে। আমরা গ্রেফতার হওয়া ভক্ত রায়ের ফাঁসির দাবি জানাই।” উল্লেখ্য, শিশু নির্যতনের ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাতেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে হয় মশাল মিছিল। তৃণমূলের এই মিছিলে পা মেলান অসংখ্য সাধারণ মানুষও। দোষীর কঠোরতম শাস্তির দাবি চেয়ে স্লোগান ওঠে সেই মিছিল থেকে।