প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের সংখ্যা। কালীপুজোয় তাঁর কথা ও সুরে নতুন শ্যামাসঙ্গীত বেজেছে বাংলার মণ্ডপে মণ্ডপে। আর এবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা / মঙ্গলদীপে জ্বলুক শিখা।’
মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া এই নতুন গানটি প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে। আর আসার পরেই তা রীতিমতো ভাইরাল। উল্লেখ্য, নিজের রাজনৈতিক জীবনে চূড়ান্ত ব্যস্ত থাকা সত্ত্বেও সময় করে ক্রমাগত লেখালিখি করে চলেছেন মমতা। লিখে চলেছেন কবিতা, প্রবন্ধ। আঁকছেন ছবিও। ইতিমধ্যে ১৫০টির বেশি গান লিখে ফেলেছেন তিনি। যার অধিকাংশই জনপ্রিয় হয়েছে।