বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের পর্যটনশিল্পের উন্নয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বহু পর্যটনকেন্দ্র সেজে উঠেছে নতুন আঙ্গিকে। ফের পর্যটনপ্রেমীদের জন্য সুখবর আনল রাজ্য। এবার শৈলশহর দার্জিলিংয়ে দীর্ঘ সাত বছর পর দার্জিলিংয়ে চালু হল প্যারা গ্লাইডিং। এই প্যারাগ্লাইডিং চালুর ফলে দার্জিলিংয়ের আকর্ষণ আরও বেড়েছে, এমনটাই মনে করছেন পর্যটন অধিকর্তারা। প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষের দিকে উত্তরের পর্যটন নিয়ে উদ্যোগী রাজ্য। বিভিন্ন নিয়ম মেনেই এবং ট্রায়াল দ্বারাই এই প্যারাগ্লাইডিং নতুন ভাবে খুলে দেয় জিটিএ ট্যুরিজম। বিশ্ব পর্যটন দিবসের দিনই সরকারিভাবে থেকে রোহিণীতে প্যারাগ্লাইডিং এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালু হয়েছে। কিন্তু সেইদিন থেকে টানা বৃষ্টি চলায়, কার্যত কোনও পর্যটকই সেই সুবিধা উপভোগ করতে পারেননি।
আর এরপরই নানান পরীক্ষা এবং ট্রায়ালের পর অবশেষে রবিবার থেকে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের সঙ্গে জিটিএর যৌথ উদ্যোগে প্যারাগ্লাইডিং শুরু হয়। পাশাপাশি মাউন্টেন বাইকিং, সাইক্লিংও চালু হয়েছে। জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের আহ্বায়ক দাওয়া শেরপা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা শুরু হচ্ছে। গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। পর্যটনের মরশুমে রোজই এই পরিষেবা চালু থাকছে। উল্লেখ্য, ২০১৮ সালে একটি দুর্ঘটনার পর প্যারা গ্লাইডিং বন্ধ হয়ে গিয়েছিল দার্জিলিংয়ে। এরপর ফের চালু হল তা। এবার দুর্ঘটনা এড়াতে করা হয়েছে বিশেষ ব্যবস্থাও।