নিষিদ্ধ শব্দবাজির দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে প্রশাসন। বারবার প্রশাসনের তরফে সবুজ বাজি ফাটানোর জন্য আবেদন করা হচ্ছে। কোনওভাবেই যাতে কেউ আতশবাজি না ফাটায়, সে বিষয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে। এর মধ্যেই নিষিদ্ধ বাজি ফাটানো রোধে শহর জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্র জানাচ্ছে, বুধবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন ধাপা রোডের কাছে চকোলেট বোমা, কালীপটকা, শেল, দোদমা ইত্যাদির মতো নিষিদ্ধ বাজি নিজের কাছে রাখার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানা। ধৃতের নাম মদন বর। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সব বাজিই বিক্রির জন্য চম্পাহাটি থেকে কিনেছিলেন। প্রগতি ময়দান থানাতে এই মামলায় অভিযোগ দায়ের হয়েছে।