বুধবার ছিল ভূত চতুর্দশী। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর কটাক্ষ করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ১৪ প্রদীপের প্রসঙ্গ নিয়েই তিনি লিখেছিলেন “১৪ তলা নিপাত যাক।” এরপরেই পাল্টা অভিনেত্রীকে সপাট জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাশিস দত্ত নামে এক ব্যক্তি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শ্রীলেখা মিত্রের পোস্টের জবাবে লেখেন, “১৪ শাক / ১৪ প্রদীপ / নবান্নের ১৪ তলা / তিনটিই মঙ্গলসূচক / শাস্ত্রে আছে বলা।”
এই পোস্টি শেয়ার করেছেন দেবাংশু। ক্যাপশনে ব্যবহার করেছেন হৃদয় এর ইমোজি। শ্রীলেখা মিত্রের এই পোস্টে ‘চৌদ্দ তলা’ দেখে, বোঝাই যাচ্ছে নবান্নের চৌদ্দ তলায় মুখ্যমন্ত্রীর শাসনের অবসানের কথাই তিনি বলেছেন। তবে শক্তির আরাধনার সূচনাতেই এমন এক পোস্টার নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।