তোলপাড় বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। আরও একবার প্রশ্নের মুখে পড়ল যোগীরাজ্যের প্রশাসন। এবার উত্তরপ্রদেশের আমরোহার নাগলি থানার লকআপে জল চেয়ে অ্যাসিড পেলেন এক বন্দি! বন্দির নাম ধর্মেন্দ্র সিংহ। জনৈক মত্ত পুলিশকর্মী ওই ব্যক্তিকে সেই অ্যাসিড খেতে বাধ্য করে বলে অভিযোগ করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর অবস্থা এই মুহূর্তে বেশ আশঙ্কাজনক। বন্দির আত্মীয়রা পুলিশের সার্কল ইনস্পেকটরের সঙ্গে দেখা করে অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবি জানিয়েছেন। কিছুদিন আগেই লখনউয়ে পুলিশি হেফাজতে এক বন্দির মৃত্যু হয়। তারপর ফের আমরোহার নাগলি থানার লকআপের এই ঘটনার ফলে দেশজুড়ে নিন্দার মুখে যোগী সরকার।
উক্ত বন্দির পরিবার সূত্রে খবর, গত ১৪ অক্টোবর নাগলি থানার সামনে হাতাহাতি হয় পড়ুয়াদের দু’টি দলের। ঝামেলা থামাতে সেখানে যায় ধর্মেন্দ্র। সম্ভল জেলার পানসুখা মিলাক গ্রামের বাসিন্দা এই ধর্মেন্দ্র। কিন্তু কোনও বিচার না করেই পুলিশ এসে তাঁকে তুলে হেফাজতে নেয়। ধর্মেন্দ্রর কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেনি পুলিশ, পরিবার সূত্রে অভিযোগ এমনটাই। জানা গিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় তিনি জল চাইলে তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ান মত্ত এক পুলিশকর্মী। অবস্থা গুরুতর হলে প্রথমে ধর্মেন্দ্রকে নাগলির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে মেরঠের হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অ্যাসিডের ফলে ধর্মেন্দ্রের অন্ত্রের ক্ষতি হয়েছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। আপাতত বাড়িতে নিয়ে আসা হয়েছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।