গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল স্বাস্থ্য দফতর। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, এক শ্রেণির ডাক্তারদের কারণেই স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ছে চিকিৎসার খরচ। দেখা যাচ্ছে, অপ্রয়োজনীয়ভাবে সেই ডাক্তাররা স্বাস্থসাথীর অধীনে থাকা সেই রোগীকে টেনে নিয়ে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। ফলত স্বাভাবিকভাবেই বাড়ছে সরকারের ব্যয়।
এবার এতে লাগাম টানতেই এবার উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারকে তারা প্রস্তাব দিয়েছে, এবার থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হলে নিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট। সরকারের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টকে আরও জোরালোভাবে কার্যকর করতে চাইছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের এই নয়া প্রস্তাব গিয়েছে নবান্নের উপরমহলে। সেখান থেকে সবুজ সংকেত এলেই তা কার্যকর করা হবে রাজ্যে।